এস.এম.মনির হোসেন জীবন: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান বিপন্ন প্রজাতির বণ্যপ্রাণী ও পাখি যৌর্থ ভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। জব্দকৃত বিপন্ন প্রজাতির বণ্যপ্রাণী ও পাখির বর্তমান বাজার মূল্য প্রায় ৪৪ লাখ টাকা।
সোমবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানিকৃত এসব পাখি ও বণ্যপ্রাণী গুলো উদ্ধারের করে সেগুলো সংরক্ষণের জন্য গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 
আজ মঙ্গলবার বিকেলে বিমানবন্দর এপিবিএন পুলিশের এএসপি (মিডিয়া) তারিক আল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা, কাস্টমস ও বিমানবন্দর সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেল, ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ ইউনিট ও এয়ারফ্রেইট ইউনিটের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌর্থ ভাবে অভিযান চালায়। অভিযান চলাকালে তারা মোট ২০২ জোড়া বিপন্ন পাখি ও বণ্যপ্রাণী উদ্বার করে। পরে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারের পর কর্মকর্তারা সেগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত বণ্য প্রাণীর মধ্যে রয়েছে-১৭০ জোড়া লাভ বার্ড, ৩ জোড়া বেবি প্যারেট, ৩ জোড়া কোকাটেল (কাকাতুয়া), ১০ জোড়া কনুর, ৩ জোড়া ময়ুর, ১ জোড়া এরা অ্যারোনা, ৫ জোড়া গ্রিন উইং প্যারাকিট, ২ জোড়া অ্যারাউনা, ২ জোড়া বাজ্রিগার, ১ জোড়া লামুর র্যাবিট ও ২ জোড়া মারমুস র্যাবিটসহ মোট ২০২ জোড়া বিপন্ন পাখি ও বণ্যপ্রাণী।
শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তারা আজ আরো জানান, গত ৫ আগস্ট ইনফোবিজ, বিডি ইনোভেটিব লাইভস্টোকস, সজিব এন্টারপ্রাইজ নামের তিনটি প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকা থেকে এই পাখি ও বণ্য প্রাণীগুলো আমদানি করে বলে নথিপত্রে পাওয়া যায়। আন্তর্জাতিক কনভেনশন সিআইটিই অনুসারে বিপন্ন তালিকাভুক্ত প্রাণীদের আমদানির ক্ষেত্রে প্রযোজ্য নন-ডেট্রিমেন্টাল রিপোর্ট ও বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ মোতাবেক জীবন্ত পশু-পাখি আমদানিতে বন অধিদপ্তরের অনাপত্তি ব্যতিরেকে আমদানি করার কারণে উক্ত চালানসমূহ আটক করা হয়। রাজধানীর ভাটারা কাজী বাড়ি সড়কের বিডি ইনোভেটিভ লাইভস্টকস ও উত্তরার সজিব এন্টারপ্রাইজ।
বিমানবন্দর সুত্রে জানা যায়, অতিরিক্ত গরমে পাখি ও বণ্যপ্রাণীগুলো মুমূর্ষু হয়ে যাওয়ায় আমদানিকারক, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, লাইভস্টক কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ, বন অধিদপ্তর কর্তৃপক্ষ ও কাস্টমসসহ বন অধিদপ্তর কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়। আমদানিকারকের বিরুদ্ধে শুল্ক আইনসহ অন্যান্য আইন লঙ্ঘনের কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


