শাহজালাল বিমানবন্দরে ১২টি সোনার বার উদ্বার সুপারভাইজার সহ দুই ব্যক্তি গ্রেফতার

এস,এম মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি সোনার বার সহ বাংলাদেশ বিমানের একজন সুপারভাইজারসহ ও এক যাত্রী সহ মোট দুজনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। আটককৃতরা হলেন বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারের নাম ওমর ফারুক ও অপর যাত্রীর নাম কাজি কামরুল ইসলাম। প্রতিটি বারের ওজন ১০ তোলা করে। যার মধ্যে ১২টি বার রয়েছে। আটককৃত সোনার ওজন প্রায় ১ কেজি ২শ গ্রাম। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
আজ শনিবার ভোর রাত সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় এঘটনাটি ঘটে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (এআরও ) মো: এনামূল হক আজ জানান, শনিবার ভোর রাত পৌনে ৫টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিজি-০৮৭) নম্বরের ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন। আর ওই বিমানের যাত্রী ছিল কামরুল ইসলাম। এসময় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে যাত্রী কামরুলের সাথে থাকা ১কেজি ২শ গ্রাম সোনা বিমানকর্মী ওমর ফারুকের কাছে গোপনে হস্তান্তর করার সময় হাতেনাতে আটক করে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। আটককৃত ২জন হলেন বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার ওমর ফারুক ও যাত্রী কাজি কামরুল ইসলাম।
এআরও মো: এনামূল হক আজ আরও জানান, প্রতিটি বারের ওজন ১০ তোলা করে। যার মধ্যে ১২টি বার রয়েছে। আটককৃত সোনার ওজন প্রায় ১ কেজি ২শ গ্রাম। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। আটক দুই জনকেই জিঞ্জাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের পর আটকৃতদের বিরুদ্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।