শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সোনার বার সহ ‘স্বর্ণমানব’ সোহেল আটক

এস.এম মনির হোসেন জীবন : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪টি সোনার বার সহ সোহেল রানা(৩০) নামে এক ‘স্বর্ণমানব’কে আটক করেছেন। তার বাবার নাম জান শরীফ, ঢাকা-যাত্রাবাড়ী। তার পাসপোর্ট নম্বর-বিএফ ০৯৮০৫৭৪। আটক ৪টি স্বর্ণবারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম। এছাড়া তিনি স্বর্ণালংকার আনেন যাদের মোট ওজন ১০৯ গ্রাম। আটক মোট স্বর্ণের পরিমাণ ৫৭৪ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৮ লাখ ৭০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আজ রোববার সকাল সাড়ে ৭টায় শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া বিমানের (এ-৯৫১৩) ফ্লাইটে ঢাকা শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করেন। কাস্টমস এবং ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রিন চ্যানেল পেরিয়ে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দার দল। শুল্ক গোয়েন্দারা রানার শরীরের অভ্যন্তর থেকে ২টি স্বর্ণবার ও সঙ্গে থাকা পলিথিন ব্যাগের ভেতর ভ্যাসলিনের কোটার মধ্য থেকে আরও ২টি স্বর্ণবার এবং সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ থেকে ১০৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। তিনি শরীরের অভ্যন্তরে থাকা স্বর্ণগুলো রেক্টামে বহন করছিলেন। কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গ্রিন চ্যানেল পেরিয়ে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার চোখে কালো দাগ ও চলাফেরায় অস্বাভাবিকতা দেখে শুল্ক গোয়েন্দারা যাত্রী সোহেল রানাকে চ্যালেঞ্জ করেন। তখন সোহেল রানা তার শরীরে ও পেটের ভেতরে কোন সোনা নেই বলে অস্বীকার করেন।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা অফিস কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সেখানেও স্বর্ণের কথা অস্বীকার করেন তিনি। আর্চওয়ে মেশিনে হাটিয়েও নিশ্চিত হওয়া যায়নি। পরে উত্তরার উইমেন্স মেডিকেল কলেজে নিয়ে সোহেল রানার এক্স-রে করানো হয়। এতে তার তলপেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর তাকে বিমানবন্দর এনে শরীর থেকে স্বর্ণ বের করার চেষ্টা চলতে থাকে। বরাবরের মতো স্বর্ণমানবকে কলা ও প্যাকেট জুস খেতে দেওয়া হয়। বিমানবন্দরে রক্ষিত লুঙ্গি পরে শুল্ক গোয়েন্দাদের উপস্থিতিতে টয়লেটের অভ্যন্তরে বিশেষ কায়দায় পায়ুপথ থেকে ২টি স্বর্ণবার বের করা হয়।

পরে তার হাতব্যাগের ভ্যাসলিনের কোটা থেকে দুটি স্বর্ণবার এবং প্যাকেট থেকে ১০৯ গ্রাম অলংকার পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ আরও জানান, পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে, ২০১৭ সোহেল রানা ৯ বার শারজাহ ভ্রমণ করেছেন। যাত্রী ২টি করে গোল্ডবার টেপ মুড়ে রেক্টামে প্রবেশ করান। এসব স্বর্ণ শারজাহ এয়ারপোর্টের ভেতরে নিজেই পুশ করেন। তবে, সে প্রতিবার স্বর্ণ বহন করেছিলেন কিনা তা জানার চেষ্টা চলছে। আটক সোহেল রানাকে চোরাচালানের দায়ে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত স্বর্ণ কাস্টমস গুদামে জমা করা হবে। পরে তা বিশেষ প্রহরায় বাংলাদেশ ব্যাংকে জমা করা হবে।