শাহজালাল বিমানবন্দরে ৩৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা সহ দুই যাত্রী আটক

এস.এম মনির হোসেন জীবন : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে দুই বিদেশ যাত্রীর পায়ের জুতার মোজার ভেতর লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্বার করেছে। এঘটনায় যাত্রী আবুবকর সিদ্দিক ও আলি আযমকে আটক করা হয়েছে। আটকদের দুইজনের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া ও চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা। এই দুইজন ঢাকা থেকে বিমানের (এমএইচ -১১৩) ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছিলেন। আটককৃত বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩৪ লাখ ৮ হাজার ১শ ৮০ টাকা। শনিবার মধ্য রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকায় বোর্ডিং কার্ড নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ড. মইনুল খান আজ বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার মধ্য রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বহির্গমন এলাকা গোপন সংবাদের ভিত্তিতে দুই যাত্রীদেরকে নজরদারিতে রাখে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বহির্গমনকালে বোর্ডিং কার্ড নেওয়ার পরপরই শুল্ক গোয়েন্দা তাদের চ্যালেঞ্জ করে। এরপর শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশি করে আবুবকর সিদ্দিকের কাছ থেকে থেকে ২৫ হাজার মূল্যমানের ইউরো ও ৫১৭ মূল্যমানের রিঙ্গিত এবং অপরজনের কাছ থেকে ১০ হাজার মূল্যমানের ইউরো ও ১৪২ মূল্যমানের রিঙ্গিত উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ৩৪ লাখ ৮ হাজার টাকা।


তিনি আরও জানান, এসব মুদ্রা তাদের জুতার মোজার ভেতর লুকানো ছিল। এই মুদ্রা তারা চোরাচালান করার চেষ্টা করছিল মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। আটক দুই যাত্রীকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাসপোর্ট চেক করে দেখা যায় আবুবকর সিদ্দিক ২০১৭ সালে এ পর্যন্ত ১০বার আর আলি আযম ৩বার বিদেশ গমন করেছেন। ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ জানান, আটককৃত যাত্রী আবুবকর সিদ্দিক এর পাসপোর্ট নম্বও হল- ইঋ০২১৯০৬২ও আলি আযম এর পাসপোর্ট নম্বর-ইগ ০৭৬২৬৯৯।

চোরাচালানী পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এই ব্যাপারে আটককৃত যাত্রী দুইজনকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একই সাথে এব্যাপারে আটককৃত দুই যাত্রীর বিরুদ্বে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।