ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
বুধবার দুপুরে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ
ওই সিগারেট জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, সিগারেটগুলো ২৬২ কার্টনে তিনটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ির মো. জাহাঙ্গীর আলম কিউআর ৬৩৬ যোগে ঢাকায় আসেন। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু প্রথমে তিনি অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে এবং কাস্টমস হলের ৪ নম্বর বেল্ট এরিয়া থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়।
আমদানী নীতি আদেশ অনুযায়ী এসব বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ। আটক সিগারেটের মধ্যে আছে ইজি সুপার ও মন্ড ব্রান্ড। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।