
এস,এম মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ব ১৬৬ কার্টুন বিদেশী সিগারেট উদ্বার করেছে বিমানবন্দর কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম কর্তৃপক্ষ। উদ্বার হওয়া এসব ৩০৩ ব্র্যান্ডের তৈরী বিদেশী সিগারেটের শুল্ক করসহ বাজার মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।
আজ বুধবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকা থেকে এসব বিদেশী সিগারেট জব্দ করা হয়।
বিমানবন্দর কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার মো: সাইদুল ইসলাম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিমানবন্দর কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার মো: সাইদুল ইসলাম আজ জানান, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুয়েত এয়ারওয়েজের (কেইউ-২৮৩) নম্বরের বিমানটি ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়। বিমানবন্দর কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সদস্যরা গোপনে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল ও গুরুত্বপূর্ন স্থান গুলোতে অবস্থান নেয়। অভিযানের এক পর্যায়ে তারা বিমানবন্দরের ৪ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকা থেকে এসব ৩০৩ ব্র্যান্ডের তৈরী বিদেশী সিগারেট জব্দ করেন। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৬০ হাজার টাকা। জব্দ করা বিদেশী সিগারেট গুলো কাস্টম এর নিকট জমা আছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।