এস.এম.মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ৩২০ গ্রাম ওজনের ৮০ পিস সোনার বার উদ্বার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। কাতার-দোহা থেকে আসা (কিউআর-৬৪০) ওই বিমান রামেজিং করে ১৮-এফ শিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪টি প্যাকেটের ভেতর থেকে কালো রংয়ের টেপ দিয়ে পেঁচানো পরিত্যক্ত অবস্থায় স্বর্ণবার গুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৬ লাখ টাকা।
আজ সোমবার সকাল ৭টায় দোহা থেকে আসা কিউআর-৬৪০ নম্বর ফ্লাইট হতে স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. সহিদুল ইসলাম আজ সোনা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দরের এপিবিএন পুলিশ জানান, আজ সোমবার সকালে কাতার-দোহা থেকে আসা (কিউআর-৬৪০) নম্বর বিমানটি শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানে করে সোনার একটি বড় চালান দেশে আনা হচেছ এমন তথ্য পেয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে শুল্ক গোয়েন্দারা জানতে পারে যে, চোরাচালানের স্বর্ণ গুলো বিমানবন্দরের ক্লিনারের মাধ্যমে বের করা হবে। এরপর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্বরত ক্লিনারদের শরীর ও জুতায় তল্লাশী চালায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আরো জানান, পরবর্তীতে শুল্ক গোয়েন্দারা ওই বিমান রামেজিং করে ১৮-এফ শিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪টি প্যাকেটে কালো টেপ দিয়ে পেঁচানো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে উক্ত প্যকেট গুলো ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে সকল সংস্থার উপস্থিতিতে খুলে তার ভেতর থেকে ৯ কেজি ৩২০ গ্রাম সোনা পাওয়া যায়। যার মধ্যে ৮০ পিস সোনার বার রয়েছে। উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৬ লাখ টাকা। জব্দকৃত সোনা গুলো শুল্ক গোয়েন্দাদের হেফাজতে আছে। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


