শাহজালাল বিমানবন্দর বন্ধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালালে ৬ ঘণ্টার জন্য ফ্লাইট উঠানামা ও সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে, দুপুরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সেনা সদর দফতরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বিকেলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

এ সময় সেনাপ্রধান জনগণের সহযোগিতা চান। তিনি তার বক্তব্যে স্পষ্ট করেন, চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।