
রেজাউর রহমান ঢাকাঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ঊউঝ (ঊীঢ়ষড়ংরাব উবঃবপঃরড়হ ঝুংঃবস), ঊঞউ (ঊীঢ়ষড়ংরাব ঞৎধপব উবঃবপঃড়ৎ) ও ৩৭টি উঁবষ ঠরবি ঊী-ৎধু মেশিন স্থাপনের মধ্য দিয়ে এর নিরাপত্তা ব্যবস্থা এখন যে কোন আন্তর্জাতিক মানদন্ডে উত্তীর্ণ এবং এর মধ্য দিয়ে যুক্তরাজ, ইউরোপীয় ইউনিয়নের দেশ সহ সর্বত্র নিরাপদে পণ্য ও যাত্রী পরিবহন নিশ্চিত হবে এবং এ বিমান বন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে যুক্তরাজ্য, জার্মানী ও অস্ট্রেলিয়ার আরোপকৃত অস্থায়ী নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তায় এই প্রথমবারের মত স্থাপনকৃত ইডিএস এর ইন্সটলেশন ও ট্রায়াল কার্যক্রম পর্যবেক্ষণকালে এ কথা বলেন।
পরে তিনি বিমান বন্দরের কার্গো ব্যবস্থাপনা, গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম ও যাত্রী সেবার স্থান সমূহ পরিদর্শন করেন, এ সময় তিনি গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমকে আরও দ্রুততার সাথে সম্পন্ন করে কার্গো জট দ্রুত কমাতে নির্দেশনা দেন এবং এবং উন্নত যাত্রী সেবা নিশ্চিত করতে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেন।
এ সময় মন্ত্রীর সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান, বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারী, বাংলাদেশ বিমানের এমপি মোসাদ্দেক আহমেদ, সিভিল এভিয়েশনের মেম্বর (অপারেশন) এয়ার কমোডর মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।