শাহজালাল হুজুরের শেয়ারে লটারির মাধ্যমে জমি বিক্রি ডাকাতির শামিল নয়তো?

সংবাদদাতা: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর ফায়দাবাদ ট্রান্স মিটার এলাকায় “শাহজালাল হুজুর” লটারির মাধ্যমে জমি বিক্রি করে থাকেন। “হুজুর” এর প্রথম দাপ হচ্ছে জমি ক্রয় করা তার পর জমি বিক্রির করার কাজ শুরু করে দেন। আমরা “হুজুরের” কাছে শেয়ার ক্রয় করতে গিয়ে জানতে পারি ১৪ কাঠা জমি ক্রয় করেছেন সেখান থেকে একটি শেয়ার আমরা ক্রয় করার কথা বলি তখন “হুজুর” বলেন ১৪ কাঠায় ৭২টি ফ্ল্যাট হবে প্রতি শেয়ার ১৬ লাখ টাকা দামে বিক্রি হবে শুধু জমির দাম। আমরা যদি ফ্ল্যাট করে দেই তাহলে প্রতি ফ্ল্যাট করতে যেই টাকা খরচ হবে সেই টাকা আমাদের পরিশোধ করতে হবে। ৭২টি ফ্ল্যাট এর এক অংশ জমির মূল্য ১৬ লাখ টাকা হলে ১৪ কাঠা জমির দাম হয় ১১ কোটি ৭২ লাখ টাকা প্রতি কাঠার দাম হয় ৮২ লাখ ২৫ হাজার টাকার উপরে। প্রশ্ন হলো ফায়দাবাদ এলাকায় কোথায়ও ৮০/৮২ লাখ টাকা দামের জমি নেই। সাধারণ মানুষকে বোকা বানিয়ে “শাহজালাল হুজুর” হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। তাহলে কি সাধারণ মানুষ “হুজুর” কে অন্ধ বিশ্বাস করে বোকা বনে যাচ্ছেন। কেউ ভাবতেও পারবেনা যে তিনি সাধারণ জনগণ কে বাড়ির বা ফ্ল্যাট এর মালিক হওয়ার স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। আর এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব। “শাহজালাল হুজুর” এই পর্যন্ত ২৮টি স্থানে জমি ক্রয় করে লটারিতে শেয়ার বিক্রির কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আমাদেরকে বলেন, ফায়দাবাদ ট্রান্সমিটার এলাকায় লাল মসজিদের পাশে “হুজুরের” বহুতল ভবনে কিছুদিন পর পর রাজউকের লোক এসে ঝামেলা করে এর ফলে যারা ফ্ল্যাট ক্রয় করেছেন তারা শান্তিতে নেই। “হুজুরের” ফ্ল্যাট বাণিজ্য এম.এল.এম ব্যবসার মতো নয়তো? বিশেষ সুত্রে জানা যায় “শাহজালাল হুজুরের” শশুর ওলামা লীগের নেতা।“হুজুরের” ব্যবসা কি মানুষের উপকার করা নাকি প্রতারণা সেই প্রশ্ন আমরা সাধারণ জনগণের কাছেই রাখলাম। “হুজুরের” ব্যাপারে বিস্তারিত জানতে সাথে থাকুন আমাদের।