
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ১২টা ১০মিনিটে মিডওয়ে পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৪-০৯০৩) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নির্বাপণ করেছে।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহত নেই।