শাহবাগ থানায় পুলিশের হামলার শিকার ২ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর শাহবাগ থানায় এটিএন বাংলার দুই সাংবাদিক পুলিশের হামলার শিকার হয়েছেন।

তারা হলেন- এটিএন বাংলার রিপোর্টার ইশান দিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলিম।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শাহবাগ থানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তেল-গ্যাস, খনিজ সম্পদ, বন্দর রক্ষা কমিটির আধাবেলা হরতালের সময় কয়েকজন সমর্থককে আটক করে শাহবাগ থানা পুলিশ। তাদের ছবি ও রিপোর্ট সংগ্রহ করতে গেলে এটিএন বাংলার দুই সাংবাদিকের ওপর পুলিশ হামলা চালায়। পরে অন্য সাংবাদিকরা মিলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক সূত্র জানায়, হামলায় আব্দুল আলিমের মাথা ফেটে গেছে আর দিদারের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে শাহবাগ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।