
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থেকে ১০ লাখ ১৫ হাজার টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন জহিরুল ইসলাম ও মোরসেনা বেগম।
রোববার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার উপ মো. মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শাহবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ লাখ ১৫ হাজার টাকার জালনোটসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।