বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার হাস্যরসবোধ সম্পর্কে সবাই জানেন। বিশেষ করে একটু অন্য ধরনের প্রশ্ন হলেই মজার ছলে উত্তর দিয়ে থাকেন তিনি।
ইমতিয়াজ আলী পরিচালিত দ্য রিং সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। সম্প্রতি রিতেশ দেশমুখ ও সাজিদ খানের ‘ইয়ারো কি বারাত’ শোতে হাজির হয়েছিলেন তারা। সেখানে আনুশকাকে প্রশ্ন করা হয়, যদি সুযোগ পান শাহরুখের কোন তিনটি জিনিস তিনি চুরি করতে চান?
অ্যায় দিল হ্যায় মুশকিল খ্যাত এ অভিনেত্রী মজা করে বলেন, ‘অনেক কিছুই চুরি করার আছে।’ এরপর তিনি জানান, প্রথমে শাহরুখের সংগ্রহের সব হাতঘড়ি চুরি করবেন তিনি। তারপর সেগুলো বিক্রি করে দেবেন। দ্বিতীয়ত, তিনি যে জিনিসটি চুরি করতে চান তা হলো শাহরুখের বাড়ি ‘মান্নাত’।
এ সময় পাশেই বসে ছিলেন শাহরুখ। আনুশকার কথা শুনে হাসতে শুরু করেন তিনি। এরপর সেই মজাতে তিনিও যোগ দেন এবং বলেন, ‘আমার ভ্যানিটি ভ্যানটা রেখে দিও, অন্তত আমার পরিবার নিয়ে যেন সেখানে আশ্রয় দিতে পারি।’