শাহরুখের ‘পাঠান’ এবার টেলিভিশনে

নিজস্ব প্রতিবেদকঃ ওটিটি প্লাটফরমের পর শাহরুখ খান অভিনীত সুপারহিট সিনেমা ‘পাঠান’ এবার দেখা যাবে টেলিভিশনে। আগামী ১৮ জুন স্টার গোল্ডে সিনেমাটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।

এ ঘোষণার পরপরই শাহরুখভক্তরা ঠিক করেন, সিনেমাটির টিভি প্রিমিয়ার হওয়ার আগে তারা এমন কিছু করবেন, যা স্মরণীয় হয়ে থাকবে।

শাহরুখ খানের একটি বিশেষ পোজ আছে, যেটা প্রায় সব সিনেমায়ই দেখা যায়। ভক্তরা কিং খানের সেই আইকনিক পোজ সব থেকে বেশি মানুষ একসঙ্গে করে গিনিস বুকে নাম তোলার রেকর্ড করার পরিকল্পনা করেছেন। শেষ পর্যন্ত সেটা করেও দেখিয়েছেন তারা।