শাহরুখের প্রথম দিনের শুটিংয়েই জড়তা

বলিউড বাদশা শাহরুখ খান এর নতুন সিনেমার শুটিং শুরু হয়েছিল গত শনিবার। কিন্তু দক্ষিন ভারতে পা রাখতেই তার আশেপাশে দেখা যায় ভক্তদের ভিড়, এক ঝলক দেখার আসায় দূর দূরান্ত থেক আসছে তারা। ভক্তদের উপচে পরা ভিড়ের মাঝে শুরু করা হল না সিনেমার প্রথম দিনের শুটিং।

পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি নির্মান করা হচ্ছে। তাছাড়া সিনেমা কিং খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন দক্ষিনী নায়িকা নয়নতারা। এছাড়াও একটি বিশেষ চরিত্রে থাকবেন প্রিয়ামনি। এতে আরো অভিনয় করতে যাচ্ছেন দাঙ্গাল খ্যাত অভিনেত্রী সানিয়া মালহোত্রাও।

জানা যায়, ভারতের বিভিন্ন লোকেশনে আগামী ছয় মাস চলবে সিনেমার চিত্রায়ণ। শুটিং এর কাজ শুরু হয়েছে ভারতের পুনেমে জানা গেছে সেখানে আরো দশ দিন সেখানে থাকবেন কিং খান।

তবে বিপত্তির বাধল শাহরুখের প্রথম দিনের শুটিংয়েই। রোববার (৫ সেপ্টেম্বর) শুটিংয়ের ফাঁকে পুনের মেট্রোরেলের কর্মী সঙ্গে সময় কাটান এ অভিনেতা। সময় কাটাতে গিয়ে সেখানে আটকা পড়েন তিনি। ভক্তরা তাকে ঘিরে ধরে বিভিন্ন আবদার নিয়ে। বাধ্য হয়ে তাদের শখ পূরণ করেন কিং খান।

মেট্রোরেলের কর্মীদের সঙ্গে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন। সে ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রকাশ হওয়া ছবিতে নতুন লুকে দেখা গেছে শাহরুখ খানকে, যা দেখে নেটিজেনরা তার বেশ প্রশংসা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুনেতে একটি মেট্রো ট্রেন ছিনতাইয়ের দৃশ্যায়ন ছিল আর ট্রেনটি ছিনতাই করবেন শাহরুখ খান। সেই সেট থেকেই ছড়িয়ে পড়েছে শাহরুখের নতুন লুক। অভিনেতার পরনে ছিল- নীল জিন্স, কালো স্যান্ডো।

অ্যাকশন-রোমান্সধর্মী গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। যদিও সিনেমাটি নিয়ে কিং খানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।