বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে অনেকেই বলিউডে তারকা বনে গেছেন। অনেকেই তার সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে আছেন।
কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, বলিউড অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে নাকি অভিনয় করতে চান না শাহরুখ খান। এক সাক্ষাৎকারে এ কথা বলেন সোনম।
এমন খবর চাউর হলেও এ নিয়ে মুখ খোলেননি শাহরুখ খান। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা। আর জানিয়েছেন, সোনমের এমন বক্তব্যে খুব অবাক হয়েছেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ খবর প্রকাশের পর শাহরুখ সোনমকে ফোন করেছিলেন। এ সময় শাহরুখ এ বিষয়ের সত্যতা জানতে চান। তখন সোনম জানিয়েছেন, যা প্রকাশ পেয়েছে, তা একেবারই সত্যি না। কারণ এভাবে তিনি কথাটি বলেননি। তিনি বলেছিলেন, ‘আমি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চাই। যখন শাহরুখ খান তার সঙ্গে কাজ করতে চাইবেন, তিনিও তখন করবেন। এখন তার কাছে কোনো সুযোগ নেই। ব্যাস।’