
বিনোদন ডেস্কঃ মাদককাণ্ডে গ্রেপ্তার কারাগারে বন্দি শাহরুখ পুত্র আরিয়ান খান। আরিয়ান খানের জামিনের আর্জি নিয়ে আজ শুনানি হবে আদালতে। তাঁর জামিনের আর্জির শুনানি হচ্ছে বিশেষ এনডিপিএস আদালতে। এর আগে আদালত আরিয়ানের আর্জির ক্ষেত্রে সিদ্ধান্ত স্থগিত রেখেছিল।
২৩ বছর বয়সী এই স্টার কিডকে গত ৩ অক্টোবর মুম্বাই ক্রুজ ড্রাগস মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করে।ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে সব কাজ বাদ দিয়ে ছুটছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। তবে শুধু শাহরুখ না আরিয়ানের গ্রেপ্তারের প্রভাব পড়েছে সালমান খানের শ্যুটিংয়ে।
বর্তমানে আরিয়ান আর্থার রোড সেন্ট্রাল জেলে বন্দী। সালমান খান, হৃতিক রোশন, টুইঙ্কল খান্না এবং সুজান খান সহ বেশিরভাগ বলিউড সেলিব্রেটিরাই আরিয়ানকে গ্রেফতারের পর শাহরুখের প্রতি সমর্থন দেখিয়েছেন।
এর আগে গত ১৪ অক্টোবর বিশেষ এনডিপিএ আদালতে এনসিবি বলিউড তারকা শাহরুখ খানের ছেলের জামিনের আর্জির বিরোধিতা করেছিল। তারা দাবি করেছিল, আরিয়ান নিয়মিতভাবে মাদকাসক্ত। আরিয়ানকে ক্রুজ জাহাজ থেকে মাদক বাজেয়াপ্ত করার ঘটনায় গ্রেফতার করেছিল এনসিবি।
বুধবার জেল থেকে আরিয়ান ছাড়া পাবেন কি না এই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। শাহরুখ আর গৌরি আশাবাদী যে ছেলে দীপাবলির আগেই বাড়ি ফিরবে। ছেলেকে ছাড়া বিষণ্ন সময় কাটছে তাদের মান্নাতে।
নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্ট অ্যাক্ট (এনডিপিএস) মামলায় বিশেষ বিচারক বিবি পাটিলের এজলাশে আরিয়ান সহ অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও জামিনের আর্জি জানিয়েছেন বলে জানা যায়।
এদিকে আরিয়ান গ্রেপ্তারের পর থেকে শাহরুখের পাশে দাঁড়িয়েছে সালমান খান। দুজনের অনেকবার ফোনালাপ হয়েছে বলে জানা যায়। আরিয়ানের ছাড়া পাওয়ার ওপরেই নির্ভর করছে ‘টাইগার থ্রি’ এর ভাগ্য।
আরিয়ানের গ্রেপ্তারের পরেই পাঠান এবং অ্যাটলির একটি সিনেমার শুটিং বন্ধ করেছেন শাহরুখ। সেই সাথে প্রভাব পড়েছে ‘টাইগার থ্রি’ সিনেমাতেও। ফলে আরিয়ান খান মুক্তি না পেলে তাদের সিনেমার কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানা গেছে।