শাহরুখ-সালমানের তারকাখ্যাতিতে কোনো প্রভাব ফেলবে না

বিনোদন ডেস্ক : একজন ‘বলিউড কিং’, অন্যজন ‘ভাইজান’। বলিউডের নামকরা তারকা তারা। বলছি শাহরুখ ও সালমান খানের কথা। এ দুজনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা যথাক্রমে জব হ্যারি মেট সেজাল ও টিউবলাইট। দর্শকের মধ্যে সাড়া ফেলতে ব্যর্থ হয় সিনেমা দুটি।

অন্যদিকে বলিউডের খানত্রয়ীর একজন আমির খান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দঙ্গল। ভারতের অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। ব্যবসা করেছে প্রায় ২ হাজার কোটি রুপি। এক অনুষ্ঠানে শাহরুখ-সালমানের বক্স অফিস ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখনই মানুষ সুপারস্টারদের নিয়ে কথা বলে তখন সালমান, শাহরুখ ও আমার নাম উল্লেখ করে- এটা ঠিক না। আরো অনেক তারকা রয়েছে যারা আমাদের মতোই এবং তাদের অনেক অনুসারীও রয়েছে। উদাহরণস্বরূপ অক্ষয় কুমারের কথাই ধরুন। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টয়লেট: এক প্রেম কথা’ ভালো ব্যবসা করেছে এবং মানুষ এটি পছন্দও করেছে। প্রত্যেক অভিনেতাই তার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেন এবং ক্যারিয়ারে উত্থান-পতন থাকে। শুধু একটি সিনেমা শাহরুখ-সালমানের তারকাখ্যাতিতে কোনো প্রভাব ফেলবে না।’

বর্তমানে ঠগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আমির। এছাড়া মুক্তির অপেক্ষায় এ অভিনেতার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাটি। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন। আসছে দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে অজয় অভিনীত গোলমান এগেইন ।