
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে স্কুলছাত্রকে যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শাহীন ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের আবাসিক শিক্ষক।
আজ বুধবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ শিক্ষক জুয়েল আহমেদ (২১) কে গ্রেপ্তার করে। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খড়কাডাঙ্গা গ্রামের বাসিন্দা। জুয়েল শিক্ষকতার পাশাপাশি রাজশাহী সরকারি কলেজে ইতিহাস বিভাগে পড়াশোনা করছেন।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, পাশবিক নির্যাতনের শিকার ওই ছাত্রের বাড়ি পুঠিয়া উপজেলায়। সে নগরীর মালোপাড়া এলাকার শাহীন ক্যাডেট স্কুলের ষষ্ঠ শ্রেণির আবাসিক শিক্ষার্থী। সকালে শিক্ষক জুয়েল শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে গিয়ে জোর করে যৌন নির্যাতন করেন।
এরপর ওই ছাত্র বিষয়টি তার অভিভাবকদের জানায়। পরে তারা থানায় এসে শিক্ষক জুয়েলের বিরুদ্ধে মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।