পুরাতন মামলাও নতুন করে খতিয়ে দেখা হবে

‘শাহেদের নতুন মামলাগুলোর চার্জশিট শিগগিরই’

চার্জশিট শিগগিরই

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে নতুন মামলাগুলোর চার্জশিট দেয়া হবে খুব শিগগিরই। একইসঙ্গে পুরানো মামলাও নতুন করে খতিয়ে দেখবে পুলিশ। রোববার (১৯ জুলাই) দুপুরে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘শাহেদের ঘটনায় আমাদের পুলিশের যা কর্তব্য তা করে চলেছে যেটি এখনও চলমান রয়েছে। খুব শিগগিরই আমরা তার নামে চার্জশিট দাখিল করবো। কিছু মামলায় তার জামিন নেয়া ছিল। সবগুলোকে এখন এক করে আমরা দেখবো।’

শনিবার (১৮ জুলাই) মধ্যরাতে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে নিয়ে রাজধানীর উত্তরায় মধ্যরাতে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। অভিযান এর সময় ঘটনাস্থল থেকে একটি ব্যক্তিগত গাড়ি, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শাহেদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। ওই কার্ডে দেয়ার তথ্য অনুযায়ী, দৈনিক নতুন কাগজ নামের একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক পরিচয় দিয়ে ২০১৯ সালে ৩ ডিসেম্বর অ্যাক্রিডিটেশন কার্ডটি নেয় শাহেদ। ওই কার্ডের মেয়ারকাল দেয়া হয় ২০২০ সালের ২ ডিসেম্বর। এটি সম্পূর্ণ অস্থায়ী একটি অ্যাক্রিডিটেশন কার্ড যার নাম্বার-৬৮৪৫।

এর আগে, করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে যাওয়া অবস্থায় রিজেন্ট হাসপাতালের শাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে সেখানে থেকে তাৎক্ষণিক হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হয়। এরপরে বৃহস্পতিবার (১৬ জুলাই) শাহেদকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র‍্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।

মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। এরপর থেকেই পালিয়ে ছিলেন শাহেদ। তাকে গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাব। অবশেষে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।