শাহ আমানতে ১২ পিস সোনার বারসহ এক ব্যক্তি আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ পিস সোনার বারসহ বেলাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার দুপুরে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের যাত্রী বেলালের কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রণয় চাকমা বলেন, শারজাহ থেকে আসা যাত্রী বেলাল হোসেন কাস্টমস এলাকা অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার পায়ুপথে সোনার বার বহনের সত্যতা স্বীকার করে। পরে বিশেষ পদ্ধতি ব্যবহার করে তার পায়ুপথ থেকে ১২টি সোনার বার বের করে আনা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।