
তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। ভোটের প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দক্ষিণ আসানসোল কেন্দ্রে ভোটের জমজমাট প্রচারে মাঝে হঠাৎ শাড়ির কুচি ধরে দৌড়াতে শুরু করেন এ অভিনেত্রী।
সোমবার (২২ মার্চ) সকালে বার্নপুরে নার্সিংবাঁধ এলাকায় এ কাণ্ড ঘটান সায়নী। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন সায়নী। সেলফি তোলা থেকে শুরু করে ভোট চাওয়া সবই করছিলেন ঠিকমতো। কিন্তু তার গা-ঘেঁষে ভিড় করতে থাকেন অনেকে। তাতেই আপত্তি এ অভিনেত্রীর। নিজেকে রক্ষা করতে শাড়ির কুচি ধরেই দৌড়াতে শুরু করেন তিনি। যা দেখে হতবাক হয়ে যায় অনেকে।
উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এ আসনটি জিতে মমতা ব্যানার্জীকে উপহার দিতে চান সায়নী। অন্যদিকে এ কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে মাঠে আছেন আসানসোলের ভূমিকন্যা হিসেবে পরিচিত বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।