
নিজস্ব প্রতিবেদক : ছাত্রনেতাদের তোষামোদ না করে, আত্মমর্যাদার প্রতি নজর দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) সূর্যসেন হলের ৫০ বছর পূর্তি উৎসবে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষকদের আত্মমর্যাদাবোধ আছে। আপনারা এখন আত্মমর্যাদাবোধ হারিয়ে ছাত্রনেতাদের তোষামোদ করছেন। তারা এখন কথায় কথায় কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে। এটা তো শিক্ষা বিকাশের জন্য অনেক ক্ষতিকর। আপনারা শিক্ষকেরা একটু আত্মসম্মানের প্রতি নজর দিন।’
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিতে ভালো করতে হলে ভালো মানুষের কোনো বিকল্প নেই। দেশে এখন ভালো মানুষের অভাব। তবে এখনো কিছু ভালো মানুষ আছে বলেই দেশটা টিকে আছে। এর একটি জলজ্যান্ত প্রমাণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশেই নির্বাচনের দায়িত্বে থাকে ক্ষমতাসীন সরকার। শেখ হাসিনা যদি কোনো কারণে নির্বাচনে হেরেও যান তবুও তিনি জনমতকে প্রভাবিত করবেন না। নির্বাচন সুষ্ঠু হবে।’
কাদের বলেন, ‘বর্তমানে দেশে বিলবোর্ডের রাজনীতি বেড়ে গেছে। আমি দেখেছি কোনো কোনো বিলবোর্ডে ৭০ থেকে ৮০ জনের ছবি। তাদের সবাই নেতা, কোনো কর্মী নেই। এখন আর কেউ কর্মী হতে চায় না। সবাই নেতা হতে চায়।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।