নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানরত শিক্ষকদের এমপিওভুক্তসহ আট দফা দাবি জানানো হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান বলেন, এমপিও না থাকায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের বেতন ভাতা থেকে দীর্ঘ ২৫ বছর বঞ্চিত করে আসছে। শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যৎ ও মানবেতর জীবনযাপন উচ্চশিক্ষার মান উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি ২০১৭-১৮ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানরত শিক্ষকদের এমপিওভুক্ত করে আট দফা দাবি বাস্তবায়ন করে উচ্চশিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
সংগঠনের সভাপতি কাজী মো. ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সহসভাপতি আতাউর রহমান, আনিছুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।