নিজস্ব প্রতিবেদকঃ ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি-কল্যাণ সুবিধা দ্রুত নিষ্পত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ শিক্ষক কর্মচারীদের সর্বোচ্চ সেবাদান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৭৪২ জন শিক্ষক কর্মচারীদের জন্য কল্যাণ সুবিধা বাবদ ৩০ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ছাড় করেছে।
এতে বলা হয়, মুজিবর্ষের অঙ্গিকার হিসেবে শিক্ষক কর্মচারীদের সর্বোচ্চ সেবাদান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে ৭শ’ ৪২ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৩০ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ছাড় দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার কল্যাণ ট্রাস্টের সচিব এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মাউশির মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে এ অর্থ ছাড় দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে আগামী সোমবারের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে এ টাকা পৌঁছে যাবে।
এছাড়া ১৩ জুলাই ১ হাজার ১৮০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় দেওয়া হয়।
২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ১শ’ জন শিক্ষক-কর্মচারীকে ৬১০ কোটি ৬১ লাখ ৮৯ হাজার টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়।
ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, সীমাবদ্ধতা ও সঙ্কটের মধ্যেও করোনার এই দুর্যোগে ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাউশির মহাপরিচালক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন।