সচিবালয় প্রতিবেদক : দাবি দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নেতারা ।
রোববার দুপুর ১২টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে জবি শিক্ষক সমিতির প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়। শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফুদ্দিনের নেতৃত্বে শিক্ষক নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠকের শুরুতে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘হলের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এ সরকার শিক্ষকদের ব্যাপারে আন্তরিক। আলোচনা করে আমরা সমাধানের চেষ্টা করবো।