মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- শিক্ষার্থীদের আদর্শিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষকদের দায়িত্ব নিয়ে পড়াতে হবে, এছাড়াও সন্তানরা কি করছে, কাদের সাথে মেলামেশা করছে সে সম্পর্কে বাবা – মাকে সবসময় খোজ রাখতে হবে, না হলে আপনার সন্তানরা জঙ্গীবাদের মত অপরাধের সাথে জড়িয়ে পড়বে –। আজ রবিবার সকালে কাজিরহাট পন্হাপাড়া আদর্শ আলিম মাদরাসা প্রাঙ্গণে চ্যাম্পিয়ন বাবা মা কে সন্মাননা স্মারক প্রদান অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বললেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। নীলফামারীর জলঢাকায় কাজিরহাট পন্হাপাড়া আদর্শ আলিম মাদরাসার আয়োজনে আইএম পাওয়ার প্রকল্প ল্যাম্ব — প্লান পার্টনারশিপের সহযোগীতায় অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি অধ্যাপক এজিএম নোমান। এসময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন খুটামারা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ শামীম, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, রাবেয়া চৌধুরি মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মোহন্ত, মাদরাসার অধ্যক্ষ মমিনুর রহমান, ল্যাম্বের টেকনিকাল অফিসার সালমা বেগম, ওলামালীগের সাধারন সম্পাদক এমদাদুল হক, সিনিয়র শিক্ষক মর্তুজা ইসলাম, কালিদাস পন্ডিত, ল্যাম্বের ইউনিয়ন ফ্যাসিলেটর মোস্তাফিজার রহমান লেবু ও নাজমা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মশিউর রহমান। অনুুষ্ঠানে বাল্যবিবাহ রোধ, শিশু নির্যাতন ও সন্তানদের পড়ালেখার সহযোগিতা করা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে বিশিষ্ট ৬জন ব্যাক্তিকে সন্মাননা স্মারক প্রদান করা করা হয়। পরে ২০১৬ সালে মাদরাসার জেডিসি ও পিএসসি পরীক্ষায় অংশগ্রহন করা শিক্ষার্থীদের জন্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।