একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
মঙ্গলবার (৫ জানুয়ারি) আইএসইউয়ের ভর্তি-মেলা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিও বদ্ধপরিকর। এ কারণে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব নিশ্চিত করেছে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (ISU), প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদ এর ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম এবং বিভিন্ন প্রোগ্রাম এর চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা।