রাবি প্রতিবেদকঃ শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগসহ অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি এবং দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি থেকে এ প্রতিবাদ জানান তারা।
এছাড়া কর্মসূচিতে প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০ দফা দাবি জানান।
কর্মসূচিতে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাবরিনা নাজ বলেন, এই জুলাই মাসে যা ঘটেছে, তা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে কখনো কাম্য নয়, কখনো কামনাও করি না। এভাবে হত্যা, প্রাণ ঝরে যাওয়া কখনো কাম্য না। বিশেষ করে শিক্ষাঙ্গনে এটা একেবারে কাম্য না। আমরা বাস্তবতা দেখেছি ১৩ জুলাই থেকে প্রতিনিয়ত মানুষ মরেছে। আমার শিক্ষার্থী মরেছে, সাধারণ মানুষ মরেছে, শিশু মরেছে কেউ বাদ যায়নি এখান থেকে। কেন হলো এই হত্যাকাণ্ড? আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসাপেক্ষ বিচার চাই। এছাড়া আমি অভিভাবকদের বলতে চাই, আপনার সন্তানকে শিক্ষার জন্য এখানে পাঠিয়েছেন। আমি শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে তাদের শিক্ষাজীবন নিশ্চিত করব।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক একরাম উল্ল্যাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদের প্রতি পূর্ণ সমর্থন আছে। তাদের যে হতাহত হয়েছে সেটার বিচার করতে হবে। ন্যায়সঙ্গত দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। সরকারের কাছে অনুরোধ যাতে সরকার দাবিগুলো মেনে নেয়। একই সঙ্গে ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের ভেতরে ঢুকে কূটচালে বিশ্বাসী, অপশক্তি, ষড়যন্ত্রকারী এবং দেশবিরোধী চেতনার অংশীদার, যারা রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে সরকার তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে বিচারের আওতায় নিয়ে আসুক সেই দাবিও জানাচ্ছি।
কোটা আন্দোলনকে ন্যায়সঙ্গত উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক বলেন, অবস্থান কর্মসূচিতে আমাদের শিক্ষকদের পেনশন সংক্রান্ত আন্দোলন চলছিল অন্যদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন চলমান ছিল। আমরা কখনো বলিনি আমরা ছাত্রদের যৌক্তিক দাবিতে নাই। এই কোটা আন্দোলনকে সমর্থন দিয়ে আসছিলাম কিন্তু একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়েছে আমরা শিক্ষকরা এ আন্দোলনে নাই। এর সুযোগ নিয়ে ছাত্রদের সঙ্গে মিশে কিছু কিছু অংশ নিজেদের হিরো বানাচ্ছে। তারা আছে ছাত্রদের সঙ্গে, আমরা নাই। আমাদেরও অনেক শিক্ষক ছাত্রদের এই নৈতিক দাবিতে রাস্তায় নেমেছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সংরক্ষণের জন্য সব কর্তৃপক্ষের প্রতি আহবান জানান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০ দফা দাবি জানান।
সরকারের প্রতি দাবিগুলো হচ্ছে- কোটা সংস্কার আন্দোলনকালে সংঘটিত অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার তদন্তসাপেক্ষে সুষ্ঠু বিচার করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও দুর্ভোগ বন্ধ করতে হবে, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত কিন্তু কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করতে হবে, দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবিগুলো হচ্ছে- ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে বিধি অনুযায়ী মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে, কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের নামে শিক্ষার্থীদের নির্যাতন ও তাদের যেন কোনো অমর্যাদা না হয় তা নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও বৈধ ছাত্র ছাড়া অন্য কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবে না, কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো আইনি বা অন্য কোনো হেনস্তার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক একরাম উল্যাহর সঞ্চালনায় এ সময় অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৪শ শিক্ষক উপস্থিত ছিলেন।