নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর ও জামালপুরে শিক্ষার্থীদের ঘাড়ের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার ব্যানবেইস ভবনের সম্মেলনকক্ষে ই-৯ মন্ত্রী পর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত সোমবার হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন পাটওয়ারী শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে জুতা পায়ে দিয়ে হেঁটে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার রেশ না কাটতেই জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিশুদের কাঁধে চড়ে হাঁটেন ওই স্কুলের জমিদাতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা দিলদার হোসেন প্রিন্স।
গত বৃহস্পতিবার এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চাঁদপুরের ঘটনায় এক অভিভাবক মামলা করেছেন এবং স্থানীয় সরকার বিভাগও পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে আদেশ জারি করেছে মন্ত্রণালয়। এ কমিটি চাঁদপুর ও জামালপুর ছাড়া অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কি না তাও খতিয়ে দেখবে।