
রাজাধানীর রামপুরায় শুক্রবারও (৩ ডিসেম্বর) নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছেন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলন শেষে তারা আগামীকাল শনিবারের (৪ ডিসেম্বর) কর্মসূচি হিসেবে রামপুরা ব্রিজ এলাকায় ‘লাল কার্ড’ প্রদর্শন করার ঘোষণা দিয়েছেন।
শিক্ষার্থীদের নেতা সোহাগী সামিয়া বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব। সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দুর্ঘটনা ঘটছে, আমরা সড়কে দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করছি।
এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেই চিন্তা মাথায় নিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে বেলা ১১টার পর রামপুরা ব্রিজের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ছুটির দিন হলেও খিলগাঁও মডেল হাইস্কুল, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। ১১ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তবে অন্যান্য দিনের মতো শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করেননি। তারা সড়কের এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।