শিক্ষার্থীরা আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে

নিজস্ব প্র‌তি‌বেদক : ঢাকায় বিমানবন্দর সড়কে বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

মূলতঃ, সড়‌কে যানবাহন চলাচ‌লে শৃঙ্খলাসহ বেশ কয়েক‌টি দা‌বি‌তে তারা আ‌ন্দো‌লন করছে। ফলে সকাল থেকে রাস্তায় কম সংখ্যক বাস চলাচল করতে দেখা যাচ্ছে।

বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর ফার্মগেট, উত্তরা এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এছাড়া যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের পূর্বপাশেও অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্ররা।

সকাল ১০টার পর পরই ফার্মগেট মোড়ে ২ পাশের সড়কেই অবস্থান নিয়েছে সরকারি বিজ্ঞান কলেজ ও আশে-পাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

এদিকে, সকাল ১০টার পর উত্তরা হাউজ বিল্ডিং মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে উত্তরা বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-আবদুল্লাহপুর গাজীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায় জানান, শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় বিমানবন্দর সড়কে যান চলাচলে বিঘ্ন হচ্ছে।

কদমতলী থানার ওসি আবদুল জলিল জানান, কদমতলী-কুতুবখালী হানিফ ফ্লাইওভারের মুখে ধনিয়া কলেজের ছাত্ররাসহ আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। পুলিশ সতর্ক রয়েছে।

সকাল ১১টার পর বু‌য়েট শিক্ষার্থীরা বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে পলা‌শির দি‌কে যা‌চ্ছেন ব‌লে স্থানীয় সূত্র জানিয়েছে। টঙ্গি সরকারী কলেজের সামনে মূল সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে বলে খবর পাওয়া গেছে।

ফলে মঙ্গলবারের মতো রাজধানীতে আজও কমসংখ্যক বাস চলাচল করছে। গতকাল উত্তরা এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা গত দুদিন ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে পুরো ঢাকা প্রায় স্থবির হয়ে পড়ে।

শিক্ষার্থীরা আজ ও সড়কে অবস্থান নেওয়ায় অফিসগামী লোকজনকে এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটে বা রিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে। রাজপথের সড়ক অনেকটা ফাঁকা।


শিক্ষার্থীদের দা‌বির মধ্যে র‌য়ে‌ছে, বেপরোয়া চালকদের ফাঁসি হবে এবং এটি সংবিধানে সংযুক্ত করতে হবে। নৌপরিবহন মন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। এমইএসের সামনে ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ ও সাত দিনের মধ্যে তার কাজ শুরু করতে হবে।

সব রাস্তার মোড়ে গতিরোধক দিতে হবে। কুর্মিটোলায় বাসচাপায় হতাহতদের পরিবারের দায়ভার সরকারকে নিতে হবে। শিক্ষার্থীরা বাসে ওঠার জন্য সিগন্যাল দিলে সেটি থামিয়ে তাদের তুলতে হবে। শুধু ঢাকা নয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে। ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ি ও চালক রাস্তায় নামতে পারবে না। অতিরিক্ত যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

প্রসঙ্গত, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একই কলেজের ছাত্রী দিয়া খানম নিহত হন। আহত হয় কয়েকজন। এদের মধ্যে গুরুতর আহত এক শিক্ষার্থীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।