চলতি বছর ও আগামী ২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস যতটুকু সংক্ষেপ করা হয়েছে এর উপরই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এই সিলেবাস আর সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই।
বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসকে আরও সংক্ষিপ্ত করার দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, সংক্ষিপ্ত সিলেবাসকে আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চেয়ে ক্লাসে পাঠদানের প্রতি শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
শিক্ষাখাতে দুর্নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি। এ বিষয়ে পর্যবেক্ষণ করছি আমরা। দ্রুত সময়ের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হবে।
পত্রিকায় নেতিবাচক সংবাদ উপস্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, পত্রিকা খুললেই শুধু নেগেটিভ নিউজ চোখে পড়ে। এতে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। তাই নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক সংবাদগুলোর ব্যাপারেও গুরুত্ব দেয়ার আহ্বান জানান মন্ত্রী। এতে ভালো একটি কাজ করার উৎসাহ তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানী, আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান প্রমুখ