শিক্ষার্থীর মৃত্যু: জন্মদিনের কেক কাটা হলো না দুর্জয়ের

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় নিহত মাঈন উদ্দিন ইসলাম দুর্জয়ের ময়নাতদন্ত চলছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে বেলা সোয়া ১১টার দিকে তার মৃতদেহের ময়নাতদন্ত শুরু করেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।

মর্গের সামনে থাকা নিহতের বড় ভাই মনির হোসেন জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রহমান ও মা রাশিদা বেগম। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট সে মাঈন উদ্দিন। পরিবার নিয়ে থাকতো রামপুরা তিতাস রোড ১৮০/৫ নম্বর বাসায়। তিতাস রোডে পরিবারের একটি চায়ের দোকান আছে। মাঈন উদ্দিনও তাদেরকে দোকানে সাহায্য করত।

তিনি জানান, ঘটনার পর থেকেই তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছে। তারা দুজন বাসাতেই আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

নিহত মাঈন উদ্দিনের দুলাভাইয়ের ভাই মো. বাদশা জানান, গতকাল মাঈন উদ্দিনের ১৮তম জন্মদিন ছিল। রাত সাড়ে ১১টার দিকে বাসায়ই কেক কাটার কথা ছিল। দোকানে থাকার সময় রাত ৯টার দিকে তার মোবাইলে একটি কল আসে। তখন সে তার বাবা-মাকে বলে, তার এক বন্ধুর সাথে দেখা করতে রামপুরা আটারমিলের পাশে যাচ্ছে।

তিনি জানান, সেখানে বন্ধুর সাথে দেখা করে বাসায় ফেরার জন্য বাসে উঠার চেষ্টা করার সময় মাঈন উদ্দিন ইসলাম দুর্জয়কে বাস থেকে ফেলে দেয় হেলপার। এসময় অনাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ওই শিক্ষার্থী।

এর আগে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আলআমিন মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

তিনি জানান, নিহতের মাথায় যখম রয়েছে। তাছাড়া শরীরে বাহ্যিকভাবে কোনো যখম দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।