শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার ফল রোববার (২১ মার্চ) প্রকাশ করা হয়েছে।
গত ১২ মার্চ এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্যাটালগার পদে ৩ জন, কম্পিউটার অপারেটর পদে ৮ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪৩ জন এবং অফিস সহায়ক পদে ১৪১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ সবাই মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের ওয়েবসাইট ও টেলিটকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।