‘শিগগিরই মুক্তি পাচ্ছেন না ইমরান খান’

আন্তর্জাতিক ডেস্ক: খুব শিগগিরই মুক্তি পাচ্ছেন না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। রাজনৈতিক পরিস্থিতি ও সংকট নিয়ে কাজ করা ফিচ সলিউশন কোম্পানি-বিএমআই এমন তথ্য জানিয়ে গবেষণায় বরেছে, গত দেড় বছর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে কাটানো প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারকে আগামী এক মাস যেতে হবে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে।

বিএমআই তার চতুর্থ ত্রৈমাসিক ক্যালেন্ডার পাকিস্তান কান্ট্রি রিস্ক রিপোর্টের ভবিষ্যদ্বাণীতে বলেছে, ‘অনেকগুলো সফল আইনি আবেদন সত্ত্বেও বিরোধী নেতা ইমরান খান অদূর ভবিষ্যতে বন্দি থাকবেন।’

তবে রাজনৈতিক ঝুঁকি মূল্যায়ন সংস্থাটি ক্ষমতাসীন জোটের জন্য একটি ভয়ানক পরিস্থিতির কথাও জানিয়েছেন। তারা বলছে, ‘আমরা আশা করি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার আগামী ১৮ মাস ক্ষমতায় থাকবে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাধ্যতামূলক আর্থিক সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে সফল হবে।’

বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতাচ্যুত হলে তার জায়গা কে নেবে সেই বিষয়েও ভবিষ্যদ্বাণী করেছে সংস্থাটি। যেখানে বিএমআই বলেছে, ‘অসম্ভাব্য ঘটনা যে সরকার প্রতিস্থাপিত হবে। তবে সেটি হলে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হল নতুন নির্বাচনের পরিবর্তে একটি টেকনোক্র্যাটিক প্রশাসন।’

অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানের আতঙ্কিত হওয়ার মতো আসন্ন কোনো সংকট দেখছে না বিএমআই। তবে সংস্থাটি সতর্ক করেছে যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং কৃষির জন্য উপযোগী জলবায়ু পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করছে পাকিস্তানের।

যা নিয়ে বিএমআই বলছে, ‘আমরা পাকিস্তানে অর্থনৈতিক কার্যকলাপ ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই ২০২৩-জুন ২০২৪) যেই ভবিষ্যদ্বাণী করেছিলাম, তা বেশিরভাগ বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে শক্তিশালী ছিল। পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২৩-২৪ অর্থবছরের ২.৪% থেকে ২০২৪-২৫ অর্থবছরে ৩.২%-এ ত্বরান্বিত হবে, যা আর্থিক সহজীকরণ, উন্নত কৃষি উৎপাদন এবং ধীর মুদ্রাস্ফীতির দ্বারা চালিত হবে।’