সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে শিগগিরই সমাধান করা হবে বলে জানিয়েছেন মাউশি মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় করোনা পরবর্তী চালুকরণ বিষয়ে মতবিনিময় ও পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ইতোমধ্যে দেশে দুই হাজার একশো পঞ্চাশ জনের মতো শিক্ষক নিয়োগ হয়েছে। এদের প্রদায়নের অপেক্ষায়। এটি সম্পন্ন হলে দেশের কোনো সরকারি স্কুলে কোন পদ খালি থাকবে না। সামান্য কিছু সময়ের মধ্যেই এটি সম্পন্ন হয়ে যাবে।
মহাপরিচালক বলেন, স্কুল খুলে দিলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিয়য়ে প্রস্তুতি আছে কিনা সেটি মূলত দেখার জন্যই সারাদেশের স্কুলগুলোতে এ সফর করা হচ্ছে। তবে কবে এ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা নিশ্চিত নয়। করোনার আগে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনভাতা একটু দেরিতে দেয়া হতো। কিন্তু করোনাকালীন সরকারি শিক্ষকসহ এমনকি নতুন এমপিওভুক্ত শিক্ষক সবাইকে মাসের প্রথম তারিখেই বেতনভাতা দেয়া হচ্ছে। শিক্ষকদের ক্ষেত্রে সরকার খুবই সচেতন।
মাউশির মহাপরিচালক মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, মাউশির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক এ কেউ এম শফিউল আজম, সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মো. নূরে আলম, মাউশির সিলেট অঞ্জলের উপ-পরিচালক জাহাঙ্গির কবির আহমেদ, জেলা শিক্ষা অফিসার মো. বজলুর রহমান।