শিবগঞ্জের জঙ্গি আস্তানায় চার জঙ্গি নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানায় চার জঙ্গি নিহত হয়েছে।

নিহত চারজনই পুরুষ। এদের একজন আবু। অন্যদের বিষয়ে কিছু জানা যায়নি। রাজশাহী রেঞ্জের ডিআইজি এম এম খুরশীদ হোসেন মোবাইল ফোনে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এ কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান করছেন।

এর আগে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই আস্তানা থেকে এক নারী এবং তার কিছুক্ষণ পর এক শিশুকে বের করা হয়। তাদের চাঁপাইনবাগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানায় পুলিশ। সেই সময় এ আহ্বানে কেউ সাড়া দেয়নি। পুলিশের আহ্বানের পর একপর্যায়ে ‘জঙ্গি আস্তানা’ থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এর আগে বুধবার ভোরে শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী গ্রামের ওই বাড়ি ঘিরে ফেলে পুলিশ। সেখানে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম।

শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ওই বাড়িটি পুলিশ ঘেরাও করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অভিযান চালায় সোয়াত। কিন্তু দুই ঘণ্টা পর স্থগিত করে। রাতের বিরতির পর সকাল ৯টার দিকে ফের অভিযান শুরু হয়।

এর আগে অভিযান শুরুর সময় থেকে ঘণ্টাখানেক ধরে শোনা যায় গুলির শব্দ। ১০টা ৬মিনিটে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল।