
আজিম উদ্দিন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি: র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ১টি বাইসাইকেল এবং নগদ ২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের মোছা. হেনা বেগম ও তসলিম উদ্দিনের ছেলে মোঃ ডালিম (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত দেড়টার সময় শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লস্করপুর (বাটা মোড়) গ্রামের জামে মসজিদের পাশে রাস্তায় অভিযান চালিয়ে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ডালিমকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ হাতেনাতে ডালিমকে আটক করতে সক্ষম হয় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।