রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ( বিএসএফ) গুলিতে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গরু ব্যবসায়ী হলেন শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের আবদুল লতিফের ছেলে আবির হোসেন (২৩)।
আহত আবিরের ভাই আবদুর রশিদ জানায়, রোববার রাতে আবিরসহ কয়েকজন ভারতে গরু আনার উদ্দেশে তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় ভারতের ২৪ বিএসএফ ব্যাটালিয়ানের গোপালনগর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করেন।
এতে ঘটনাস্থলেই আবির গুলিবিদ্ধ হয়। প্রথমে আহত অবস্থায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আবিরকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে বিজিবি ৯ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, বাংলাদেশি গরু ব্যবসায়ীরা গোপালনগর এলাকায় কাঁটাতারের বেড়া কাটছিল। এ সময় বিএসএফের রাবার বুলেটে আবির গুলিবিদ্ধ হয়। তবে তার সহযোগী অন্য ব্যবসায়ীরা পালিয়ে আসতে সক্ষম হয়।