শিবচরের কৃতি সন্তান ডিআইজির সফর, পিতার কবর জিয়ারত ও থানায় আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময়

শিবচর মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে আজ বুধবার সকাল ৯টায় ঢাকা রেঞ্জের ডিআইজি ও শিবচরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম মল্লিক মাদারীপুরের শিবচরে এক গুরুত্বপূর্ণ সফরে আসেন। সফরের শুরুতেই তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে তার প্রয়াত পিতার কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

পরে তিনি শিবচর থানায় উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি থানার সার্বিক কার্যক্রম, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানান মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ নাঈমুল হাসান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন কাদের এবং শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ। তারা সম্মিলিতভাবে শিবচরের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক শিবচরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং যেকোনো সমস্যার সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়াও শিবচর থানার টহলদারি বৃদ্ধির জন্য একটি গাড়ি প্রদান করেন। মহিলা পুলিশদের থাকার জন্য কোয়ার্টার করার জন্য অনুমোদন দিয়ে গেছেন বলেও জানা গিয়েছে।

ডিআইজির এই সফর শিবচরের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে এবং স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।