শিবালয়ে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার 

শাহাদুর রহমান, মানিকগঞ্জঃ ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় থানাধীন নবগ্রাম নামক  এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নবগ্রাম এলাকার হাইওয়ে রাস্তার পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। তৎক্ষণাৎ তারা পুলিশে খবর দেন। এরপর খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি  উদ্ধার করে।
শিবালয় হাইওয়ে থানার পুলিশ সদস্য, এস,আই আলমগীর জানান, মরদেহে পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনা স্থানে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখি। তার অবস্থা দেখে আমরা নিশ্চিত হই সে একজন ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। তার মরদেহটি আমরা উদ্ধার করেছি এবং তার মরদেহটির পরিচয় নিশ্চিত করে তার পরিবারের কাছে তুলে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।