শিবির সন্দেহে রাবি শিক্ষার্থী আটক

রাবি প্রতিনিধি : শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মাসুদ হেলাল। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের দ্বিতীয় বষের্র শিক্ষার্থী। তার বাসা নগরীর কাটাখালি এলাকায়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, হেলালের নামে অনেকগুলো মামলা রয়েছে। সে শিবিরকর্মী। তাকে অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল।