শিরোপা নয়, প্রথম ম্যাচে তাকিয়ে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই মাশরাফি বিন মুর্তজা, মাশরাফি বিন মু্র্তজা মানেই বিপিএল। নয়তো কী তিন আসরে তিনবারই শিরোপা জিতেন মাশরাফি!

বিপিএল কখনোই হতাশা বাড়ায়নি মাশরাফির। প্রথম দু’বার ঢাকা গ্ল্যাডিয়েটরসকে শিরোপা স্বাদ দেওয়ার পর তৃতীয় আসরে নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আনন্দে ভাসান মাশরাফি। এবার চতুর্থ আসর? মাশরাফি বললেন,‘চতুর্থবার! এতোদূর ভাবার তো কিছু নাই। টুর্নামেন্ট শুরুই হতে পারল না, এতোদূর চিন্তা করার সুযোগ নেই।’

পুরোনো ক্রিকেটারদের মধ্যে এ দলে আছেন লিটন কুমার দাস ও ইমরুল কায়েস। গত আসর লিটন কুমিল্লার হয়ে দ্যুতি ছড়াতে পারেননি। তবুও এবার তার ওপর আস্থা রাখছে কুমিল্লা। আর ইমরুল কায়েসের সূচক তো দিনকে দিন বেড়েই যাচ্ছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আসহার জাইদিকে আগেই দলে নিয়েছে। গত আসরেও এ দলে খেলেছেন জাইদি। দুই শ্রীলঙ্কান নুয়ান কুলাসেকারা ও থিসেরা পেরেরাও আছেন এ দলে।

এ ছাড়া পাকিস্তানের সোহেল তানভির ও ইমাদ ওয়াসিমকেও নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাঁহাতি স্পিনার ইমাদ সম্প্রতি বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। আফগানিস্তানের লেগ স্পিনার রশীদ খানও আছেন এ দলে। বাংলাদেশ সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এ আফগান ক্রিকেটার। সব মিলিয়ে স্কোয়াডটি বেশ শক্তিশালী হয়েছে।

দল যতই ভালো হোক। মাশরাফি জানালেন মাঠে ভালো খেলতে না পারলে ভালো দল থেকেও কোনো ফল পাবে না কুমিল্লা। এজন্য মাশরাফির চিন্তায় প্রথম ম্যাচ। ভালো শুরু করতে পারলে পরবর্তী ম্যাচগুলোতেও দল সাফল্য পাবে বলে বিশ্বাস তার।

তরুণ ক্রিকেটারদের উপর বেশ ভরসা রেখেছেন মাশরাফি। আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন, নাহিদুল ইসলাম, সৈকত আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নিয়েছে চ্যাম্পিয়নরা। আল-আমিন জুনিয়র সর্বশেষ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৬৭২ রান করেছিলেন। পাশাপাশি এইচপি ক্যাম্পেও দারুণ পারফরম্যান্স করেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন শান্ত ও সাইফউদ্দিন। তরুণদের নিয়ে মাশরাফি বলেছেন,‘দলে তরুণ খেলোয়াড় আছে। শান্ত, আল-আমিনের সাম্প্রতিক ফর্ম খুব ভালো। আল আমিনও ৭০০ এর মতো রান করেছে ঢাকা লিগে এবার। সৈকত আছে, নাহিদ লিগে ভালো পারফর্ম করেছে।আমি আশাবদী, তারা স্টেপ আপ করলে আমাদের দল ভালো করবে।’

কাল উদ্বোধনী ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস।