শিল্পপ্রতিষ্ঠানে বন্ধ রেখে শুধু হাসপাতালে অক্সিজেন সরবরাহের নির্দেশ

বিশ্বব্যাপী করোনার দাপট বেড়েই চলেছে। ক্রমেই বাড়ছে মৃত্যু ও অক্রান্তের হার। লাগামহীন এই করোনা মোকাবেলায় নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ, দেওয়া হয়েছে অনেক বিধিনিষেধ। এই পরিস্থিতি সামলাতে এবার বিস্ফোরক অধিদপ্তর থেকে এলো নতুন নির্দেশনা, দেশে করোনাভাইরাস সংক্রমণ চলাকালীন শিল্পপ্রতিষ্ঠানে অক্সিজেনের ব্যবহার ও সরবরাহ বন্ধ রেখে শুধু হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ করা হবে।

আজ মঙ্গলবার দেশের পাঁচটি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দিয়ে বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ সম্প্রতি দ্রুত বাড়ছে। দেশের হাসপাতাল বা ক্লিনিকে করোনা ভাইরাসে মারাত্মক আক্রান্ত রোগীদের অক্সিজেন স্যাচুরেশন হ্রাসের কারণে দ্রুত মেডিক্যাল গ্রেডের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়।

এ পরিস্থিতিতে হাসপাতাল বা ক্লিনিকে চাহিদা অনুসারে মেডিক্যাল অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিক্যাল অক্সিজেন উৎপাদন বাড়ানো এবং হাসপাতালে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ বজায় রাখা প্রয়োজন। তাই দেশে করোনাভাইরাস সংক্রমণ চলাকালীন শিল্পপ্রতিষ্ঠানে অক্সিজেন ব্যবহার বন্ধ রেখে শুধু হাসপাতালে অক্সিজেন সরবরাহের নির্দেশনা দেয়া হলো।