
সচিবালয় প্রতিবেদক : করপোরেশনের মূলধনের পরিমাণ নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকবে, এমন বিধান রেখে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৭-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আইনে করপোরেশনের অনুমোদিত মূলধন কী পরিমাণ হবে সেটা ঠিক করার ক্ষমতা সরকারের হাতে রাখা হয়েছে। ফলে সরকার করপোরেশনের মূলধন বাড়ানো-কমানো দুটোই করতে পারবে।
সচিব বলেন, ১৯৭২ সালের রাষ্ট্রপতির ১৬ নম্বরের আদেশের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়। পরবর্তী সময়ে এতে আরো সংশোধনী আনা হয়। সামরিক শাসনামলের আইনটি বাংলায় হালনাগাদে আদালতের নির্দেশনা থাকায় নতুন করে পরিমার্জন করে আনা হয়েছে। আজকের মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে।
সচিব বলেন, নতুন আইনে পেট্রোবাংলাকে বাদ দেওয়া হয়েছে। কারণ প্রতিষ্ঠানটি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতায় চলে গেছে।
তিনি বলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন যে করপোরেশনগুলো আছে তাদের সঙ্গে আলাপ করে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের আইনে যা ত্রুটি ছিল তাও ঠিক করা হয়েছে।
আইনে নতুন করে বেশ কিছু সংযোজন করা হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, নতুন আইনে নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে। কিছু কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আইনে কোম্পানি আইনের প্রযোজ্যতাযুক্ত করা হয়েছে। আর আইন থেকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
‘আগের আইনের তফসিলে জাতীয়করণকৃত ২৫০টির বেশি শিল্প প্রতিষ্ঠানের তালিকা ছিল। নতুন আইনের তফসিলে জাতীয়করণ করা ১০৯টি শিল্প-প্রতিষ্ঠানের তালিকা রয়েছে। তাছাড়া কেবল সরকারের বর্তমান শিল্প-প্রতিষ্ঠানের নাম প্রস্তাবিত আইনের তফসিলে রাখা হয়েছে। যেগুলো বিরাষ্ট্রীকরণ ও বিক্রি হয়ে গেছে সেগুলো এর মধ্যে রাখা হয়নি’ বলেও জানান সচিব।