শিল্প হবে পরিকল্পিত, সঠিক জায়গায়

জ্যেষ্ঠ প্রতিবেদক, বুধবার নিজ কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রথম গভর্নিং বোর্ডের সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

পরে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তা বাড়াতে হবে। যত্রতত্র শিল্প কারখানা যেন না গড়ে ওঠে সে বিষয়েও লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, “ফসলি জমি যাতে নষ্ট না হয়। যেখানে সেখানে কৃষি জমি কিনে যাতে শিল্প গড়ে না ওঠে। পরিকল্পিত ও সঠিক জায়গায় শিল্প হতে হবে।”

বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন বলে জানান প্রেস সচিব।

বিনিয়োগের গতি বাড়ানোর লক্ষ্যে বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার।

কর্তৃপক্ষের প্রথম নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মো. আমিনুল ইসলাম; যিনি এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। গত ২১ অগাস্ট মন্ত্রিসভার অনুমোদনের পর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন গত ২৫ জুলাই জাতীয় সংসদে পাস হয়।

প্রেস সচিব বলেন, সভার শুরুতেই বিডার নির্বাহী চেয়ারম্যান ও গভর্নিং বোর্ডের সদস্য সচিব সংস্থাটির কাযক্রম সম্পর্কে অবহিত করেন।

২০১০ সালে অনুষ্ঠিত অবলুপ্ত বিনিয়োগ বোর্ডের ২৫তম সভার গৃহীত ও বাস্তবায়িত সিদ্ধান্তও সভায় তুলে ধরা হয়। এছাড়া বিডার সাংগঠনিক কাঠামো পরিচালনার জন্য বিধিমালা সম্পর্কেও আলোচনা হয় বলে জানান ইহসানুল করিম।

সভায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনসহ সংশ্লিষ্ট সচিবরা।