শিশুকে অপহরণের দুদিন পরে গলা কাটা লাশ; আটক ৮

আটক

ঠাকরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আব্দুল ফাফি তোশা (৩) নামে এক শিশুকে অপহরণের দুদিন পরে গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মুনিষগাঁওয়ের সিরাজ মাস্টারের বাড়ির খড়ের গাদায় শিশু তোশার লাশ পাওয়া যায়।

মুনিষগাঁও গ্রামের মো. মাসুদ রানার ছেলে আব্দুল ফাফি তোশা (৩)। গত ২৬ তারিখ সকালে শিশু তোশাকে অপহরণ করে। অপহরণের ৬ ঘণ্টা পর ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। তবে তারপর আর কোনো ফোন করেনি তারা। আজ সকালে শিশু তোশার গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে রানীশংকৈল থানা পুলিশ।

এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, দুদিন ধরে শিশুটি নিখোঁজ ছিল। অনেক চেষ্টা করেও শিশু তোশাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছি।