শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা আদালতে স্বীকারোক্তি পিতার

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারী সদরে হাড়োয়া গ্রামে গত ১৩ মে রাত্রি অনুমান ২টার সময় জাকারিয়া শেখ(৫৫), পিতা মৃত ওমর আলী শেখ, তার দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকার বাড়িতে নিজ শয়ন কক্ষে তার (০৪) চার মাসের পুত্র সন্তান ইয়াহিয়া আপনকে শ্বাসরোধ করিয়া হত্যা করে।উক্ত বিষয়ে মৃত শিশুর মা নীলফামারী সদর থানায় একটি এজাহের দাখিল করে। উক্ত এজাহারের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু হয়।
যাহার মামলা নং ১৮ তারিখ-১৩/০৫/২০২৩, ধারা -৩০২/৩৪- পেনাল কোড।নীলফামারী থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে শিশু(ভিকটিম) ইয়াহিয়ার বাবা জাকারিয়া শেখকে।মৃত শিশুটির পিতা (আসামী) জাকারিয়া শেখ গত ১৪ মে তার নিজ শিশু সন্তান শিশু ইয়াহিয়াকে বালিশ  চাপা দিয়ে হত্যা করেছে মর্মে  বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি ফৌ:কা:বি আইনের -১৬৪ ধারায়  প্রদান করেন।